শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬

নীরব (৪র্থ পর্ব)

খাওয়া দাওয়া শেষ।ঘুমানোর প্রস্তুতি চলছে।অনেকটা ঘুম লেগে গেছে চোখে।রাত প্রায় ১২:৩০ বাজে।মোবাইল টা বালিশের এক পাশে নিচের দিকে রেখে দিলাম।
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
এত রাতে আজ আবার কে ফোন দিল!
ফোন এর তাকিয়ে দেখি অচেনা নাম্বার।এত রাতে রিসিভ করবো না,সকালে উঠে কথা বলে নিবো,এটা ভেবে কেটে দিলাম।
কিন্তু আবারো রিং বাজতে লাগলো।হয়ত কারো খুব দরকারেই কল দিচ্ছে বারবার, এইবার রিসিব করলাম...
'আসসালামু আলাইকুম,কে বলছেন?'
কোনো উত্তর নেই ওপাশ থেকে।
'হ্যালো, কি হলো কে বলছেন? চুপ করে আছেন কেন?'
কোনো উত্তর নেই,কল টা কেটে দিল।

আমি কিছু না ভেবেই নাম্বারটিতে কল দিলাম।নাম্বার টা বন্ধ বলছে।আর চেস্টা না করে ঘুমানোর জন্যে তৈরি আবারো।

স্মৃতির পাতায়

একটা বাস্তব।
চারদিক অন্ধকার
দিক বেদিক মিলিয়ে যাচ্ছে
চোখের মাঝে আতংক
হাতগুলো অবিশ্রাম নাড়ছে,ফলাফল শুন্য!
লোকবিহীন লোকারণ্য,ছায়ার মত!
একটা শব্দ।

অসংজ্ঞায়িত প্রেম

বিকেল হয়ে গেছে,প্রায় ৩টা বাজতে চললো।কলেজ ছুটি হয় ২টায়,এখনো নীলিমার আসার কোনো খবর নাই।১০টাকার বাদাম কিনলাম,বসে খাচ্ছি...
হঠাত পেছন থেকে পিঠের মধ্যে কে যেন থাপ্পড় দিতে থাকলো,হুরতুর করে পেছনে তাকিয়ে
"এই কোন শালায় রে মারতেছে,কার এত সাহস!"" 
কে মারতেছে দেখেই আমার গলা শুকিয়ে গেল
ঝাল মরিচের মত তীব্র ঝাল নিয়ে আমার দিকে তাকালো নীলিমা
_কি বললা তুমি? আমি শালা?
_আরে না না তুমাকে বলি নাই
_মাত্র না বললা,আমি শুনলাম